বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে গরিব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় মিরপুর ইউপি কমপ্লেক্স মিলনায়তনে আনুষ্টানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ইউনিয়ন সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম জাকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমদ রশিদ মনু, প্রখ্যাত মোফাচ্ছিরে কোরআন মাওলানা আব্দুল হাই, মিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আরজু মিয়া, কাজী মাওলানা আব্দুল হাই। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাজী মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুল আলী, ছাত্র মজলিসের জেলা সভাপতি শিব্বির আহমদ আবির, হাজী মস্তুফা মিয়া, ইউপি সদস্য মোঃ দিদার আলী, ইলিয়াছ খান মাহদী, মোঃ হাম্মাদ প্রমুখ।