শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

প্রিয় ইছহাক স্যার…….

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

মনিরুল ইসলাম শামিম ॥ আমরা প্রত্যেকেই জীবনে অনেক রকম শিক্ষক-শিক্ষিকাকে পেয়েছি। কেউ হয়তো খুব কড়া, জীবনে তাঁকে হাসতে দেখিনি। কোনও টিচার হয়তো আবার বন্ধুর মতো মিশেছেন আমাদের সঙ্গে। কিন্তু ছেলেবেলার সেই সব শিক্ষকই ছিলেন আমাদের অভিভাবকের মতো। অন্যায় করলে শাস্তি দিতেও যেমন ছাড়তেন না, তেমনই ব্যর্থতায় তাঁদের বাণীই আমাদের গ্লানি মুছিয়ে দিত।

এখনও কিছু না পারলে শিক্ষকদের ওই ‘চেষ্টা কর, হবে, হবে’ কথাগুলো কানে বাজতে থাকে। সেই ছোটবেলাতেই জীবনের অনেক জটিল সমস্যায় লড়াইয়ের অনুপ্রেরণার ঝুলি ভরে দিয়েছেন আমাদের টিচাররা। আজ সেইসব স্যারদের মধ্যে সবার শীর্ষে থাকা একজন টিচারকে নিয়ে লেখতে বসেছি। তিনি সবার প্রিয় মোঃ ইছহাক মিয়া স্যার।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের যার পৈত্রিক বাড়ী। তিনি বাহুবলের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুলের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক। যিনি শিক্ষককতা পেশাকে মহান পেশা হিসেবে গ্রহণ করতে লোভনীয় ব্যাংক কর্মকর্তার পদটি ছেড়ে চলে আসেন। উক্ত বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করে পরবর্তীতে সহকারি প্রধান শিক্ষক এবং অবসরে যাওয়ার শেষ দিন পর্যন্ত অর্থাৎ ৩০ জানুয়ারি ২০১৭ইং পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে অত্যান্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। ছাত্র জীবনে যখন উনার ক্লাসে আসার সময় হত, তখন মনের মধ্যে একটা কম্পন শুরু হত না জানি কখন যে উনার ধমকের সম্মুখিন হই। আসলে আমি নয় এ বিষয়টি আমার ক্লাসসহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিরাজ করত। তবে উনাকে নিয়ে এমন ভীতি ক্ষতির কারণ ছিল না। ছিল না উনার প্রতি আমাদের কোন ঘৃণা। কেনই বা ঘৃণা সৃষ্টি হবে। আজকে দু-একটা কিছু যাহা শিখেছি, তার পুরোপুরিই অবদান এই ইসহাক স্যারের। তখনকার সেই ভয় পাওয়াটা আজকের জীবন চলার চাবিকাঠি হয়ে দাড়িয়েছে।

শিক্ষা জীবন শেষে পেশাগত কারণে যখনই উনার ধারস্থ হয়েছি, তখনই হাসিমূখে সর্বোচ্চ সুবিধা প্রদান করেছেন। কখনও খালি হাতে উনার নিকট থেকে ফিরতে হয়নি। সব সময় দিয়েছেন সুপরামর্শ। নিজের লক্ষ্যে পৌছতে সর্বোচ্চ ধর্য্যরে প্রয়োজন সেটাও শিখিয়েছেন। চেষ্টা করে ব্যর্থ হয়ে হার মানতে নিষেধ করেছেন।

প্রিয় ইছহাক স্যারকে নিয়ে লিখতে বসলে হয়তো কাগজ ও কলমের খালি শেষ হবে, তবে হবে না লেখার শেষ। তাই ইচ্ছে করে অল্পতেই শেষ করার চেষ্টা করলাম। পরিশেষে, সর্বশক্তিমান আল্লাহর নিকট প্রার্থনা করি আপনার জীবন হোক দীর্ঘ, অবসর জীবন হয়ে উঠুক সুখময় ও কল্যাণময়,। সব সময় সুস্থ্য থাকবেন ভাল থাকবেন।

লেখক,
মনিরুল ইসলাম শামিম
ব্যবস্থাপনা পরিচালক
বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট
বাহুবল, হবিগঞ্জ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!