নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ থেকে : দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হবিগঞ্জের স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র।
বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির, সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজ্জাদুর রহমান, সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, স্বদেশবার্তা সম্পাদক ইসমাইল হোসেন, হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, প্রতিদিনের বাণী সম্পাদক শাবান মিয়া, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন, দৈনিক দেশজমিন সম্পাদক আলমগীর খান,
হবিগঞ্জের আয়না সম্পাদক রাশেদ খান, বিবিয়ানা সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাপ্তাহিক হবিগঞ্জের খবর সম্পাদক হুমায়ূন কবির, জনতার দলিল আশরাফ উদ্দিন মামুন, দৈনিক হবিগঞ্জ সমাচার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, আজকের হবিগঞ্জের বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কোহিনুর ও হবিগঞ্জের সময়ের প্রকাশক সেলিম মিয়া তালুকদার।