হবিগঞ্জ প্রতিনিধি : শিশুর শিক্ষার ভিত্তি রচিত হয় প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষায় শিশুকে সঠিক শিক্ষা দিতে হলে শিক্ষকদের আরও সচেতন হতে হবে। আর এ জন্য আওয়ামীলীগ সরকার শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করছে। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
বৃহস্পতিবার বিকেলে পিটিআই-এ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে শিক্ষা উপকরণ মেলার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনের পথপ্রদর্শক। তাই শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, তা অনুসরণ করে আমরা এগিয়ে যেতে চাই। স্বনির্ভর জাতি গড়তে শিশুদের মেধাবিকাশের বিকল্প নেই।
জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মোঃ সাহাব উদ্দিন, সার্বিক তত্ত্বাবধানে আবু জাফর মোঃ সালেহসহ প্রতিটি উপজেলার শিক্ষা অফিসার ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
শিক্ষা উপকরণ মেলায় ৮টি উপজেলা থেকে আটটি স্টল স্থান পায়। এর মধ্যে চুনারুঘাট প্রথম, মাধবপুর দ্বিতীয় ও বাহুবল উপজেলা তৃত্বীয় স্থান অর্জন করে। পরে তাদের মাঝে পুরস্কার তুলে দেন এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দ।