বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবলে ভাই ভাই ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধীকারী সাদিকুর রহমানের নিজস্ব উদ্দোগে বালিচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে উপহার তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটি ও বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর- এর সভাপতিত্বে ও ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য, দৈনিক বিবিয়ানার বাহুবল প্রতিনিধি সামিউল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বাহুবল মডেল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এম এ মজিদ তালুকদার, বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক হবিগঞ্জের বাণী বাহুবল প্রতিনিধি মনিরুল ইসলাম শামিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ চাও মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ কর, সহকারি শিক্ষক রুকসানা আক্তার, সাফিয়া আক্তার, দপ্তরী আব্দুল হাই, মুমিন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতি ক্লাসের ৩ জনের হাতে এ উপহার তুলে দেয়া হয়।