খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে: সারাদেশে হরতালের নামে সন্ত্রাসী হামলা, পেট্টোল বোমা দিয়ে মানুষ আগুন পুড়ানো ও এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় চুনারুঘাট মধ্য বাজারে এ মানববন্ধনে ব্যবসায়ী, রাজনীতিবিদ, চুনারুঘাট সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও পুলিশ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ-সভাপতি আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, দেওরগাছ ইউপির চেয়ারম্যান শামছুন্নাহার, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রিন্স, পৌর যুবলীগের সভাপতি নাজিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন মিলন, সহ-সভাপতি শাহিদুর রহমান শাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারী সাইফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, ক্রিড়া সম্পাদক মশিউর রহমান ফয়সল, যুবলীগ নেতা ও সাংবাদিক ফারুক মাহমুদ, পৌর সেচ্ছাসেবলীগের সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জামির মিয়া, চুনারুঘাট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ইফতেখার আলম রিপন, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বেলাল আহমেদ, সিকান্দার সোহাগ, রুবেল, সুপ্রিয়, ছাত্রলীগ শাহজাহান মিয়াসহ নেতা ১০টি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ শ্রমিকলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।