ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে দু-পক্ষের সংঘর্ষে মহিলা সহ অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানাযায়, রবিবার উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের চিক্ত রঞ্জন সুত্রধরের সাথে একই গ্রামের নজির মিয়ার পুত্র সাবেক ইউ পি সদস্য হারুন মিয়ার দীর্ঘদিন যাবত জমি সক্রান্ত বিরোধ চলে আসছিল এরই জের-ধরে রবিবার দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়।সংঘর্ষে মহিলা সহ অন্তত ২০ জন গুরুতর আহত হয় ।
আহতদের মধ্যে নজির মিয়া (৬০),শামীম মিয়া (৩৫),হারুন মিয়া (৪০),লোকমান মিয়া (৩০),মুজাহিদ মিয়া (২২) চিক্ত রঞ্জন সুত্রধর (৪০) সুরঞ্জিত সুত্রধর (২৪) রতি সুত্রধর (৫৫) দিপালী সুত্রধর (৪৬) বিন্টু সুত্রধর (২২) লিল মনি সুত্রধর(৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।