নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের মুহিত রঞ্জন পুরকায়স্থের ছেলে স্থানীয় সাকুয়া বাজারের মুদি ব্যবসায়ী মৃদুল পুরকায়স্থ গত ৫ দিন ধরে দোকান থেকে নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজনের মধ্যে হতাশা ও অজানা আতংক দেখা দিয়েছে। এ ব্যাপারে তার কাকা নিশিকান্ত পুরকায়স্থ নবীগঞ্জ থানায় ২৬ জানুয়ারী একটি নিখোজঁ ডায়েরী নং ১৪১৩ দায়ের করেছেন।
সুত্রে জানাযায়, ওই গ্রামের মৃদুল পুরকায়স্থ (২০) দীর্ঘদিন ধরে তার কাকা’র সাথে স্থানীয় সাকুয়া বাজারে “মৃদুল ভেরাইটিজ ষ্টোর” নামে মুদিমালের ব্যবসা করে আসছে।
তার কাকা নিশিকান্ত পুরকায়স্থ রাতে বাড়ি গেলেও দোকানে ঘুমাতেন মৃদুল পুরকায়স্থ। গত ২৪ জানুয়ারী রাতে দোকান বন্ধ করে নিশিকান্ত বাড়ি যাওয়ার সময় মৃদুলকে দোকানে রেখে যান। পরদিন ২৫ জানুয়ারী সকালে দোকানে এসে ঘর তালাবদ্ধ এবং দোকানের চাবি রাস্তায় পরে থাকতে দেখেন নিশিকান্ত। দোকান খোলে ভিতরে মৃদুল পুরকায়স্থ না পেয়ে হতাশ হন।
এ সময় মৃদুলের ব্যবহৃত মোবাইল ফোন সীম বিহীন অবস্থায় পান। দোকানের মালপত্র, ক্যাশের টাকা-পয়সা সব কিছুই ঠিকঠাক রয়েছে। কিন্তু নাই শুধু মৃদুল পুরকায়স্থ। পরে আত্বীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুজি করে না পেয়ে অবশেষে নবীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরী করেছেন।
ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও নিখোজ মৃদুল পুরকায়স্থের কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজনের মনে অজানা এক আতংক বিরাজ করছে। নেমে এসেছে চরম হতাশা ও উৎকন্ঠা। সন্তান নিখোঁেজর ঘটনায় কান্না থামছেনা মৃদুলের গর্ভধারীনি মা ও বাবা’সহ পরিবারের লোকজনের।