কাজী মোঃ সবুর মিয়া, বাহুবল থেকে : বাহুবল উপজেলার ৫ নং লামাতাসী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন নন্দনপুর বাজার হইতে ভুলকোট আদর্শ বিদ্যানিকেতন স্কুল পর্যন্ত মিরপুরে যাওয়ার রাস্তার বেহাল দশা।দেখার যেন কেউ নেই ?
এলাকাবাসী সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ এ রাস্তার সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
উক্ত সড়কটি নির্মাণের সময় নিম্ন মানের সামগ্রী ব্যাবহার করায় রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ।এতে করে এ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।প্রায়ই ঘটছে ছোট বড় দূর্ঘটনা ।
নন্দনপুর ইউনিয়ন অফিস হইতে মিরপুরে যাওয়ার একমাত্র বাইপাস সড়ক হিসেবে এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন।কাজীহাটা, তারাপাশা,হাজীপুর,চান পুর,লামানাগাও,চন্দনীয়া,শিবপাশা,নন্দন পুর,যমুনাবাদ,সেলিম নগর,বাড়ি গ্রাম,বড়ি কান্দি,রামপুর খড়ের গানসহ প্রায় আঠারো গ্রামের কয়েক হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন ।
এ সড়ক দিয়ে শিক্ষাথীর্রা প্রতিদিন মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ , ভুলকোট আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, মিরপুর ফয়জুননেছা উচ্চ বিদ্যালয়, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মানব কল্যাণ উচ্চ বিদ্যালয় আসা যাওয়া করে।
কিন্তু তিন বছরের অধিক সময় ধরে সড়কের বেশিরভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । যার ফলে মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ।
এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা যথাসময়ে কলেজে পৌঁছাতে পারছে না,বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীরা সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারছেন না।এ রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হচ্ছে না।এলাকাবাসী রাস্তাটি সংস্কার এর জন্য উধ্বতর্ন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছেন ।