মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সনের এসএসসি পরীক্ষার্থী বিদায়ীদের এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মঞ্জুর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য মো: আবরু মিয়া, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সামিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক দুলন চন্দ্র দাস, সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ, স্বপন চন্দ্র পাল ও সুলতানা মুমিনা জাহান, বিদায়ী শিক্ষার্থী শেখ মহসীন আহমেদ, শিক্ষার্থী লুৎফুর রহমান, ফাহমিদা আখঞ্জি তন্বী, আলী হোসেন, রাবেয়া খাতুন ও হাবিবা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের হাতে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী তুলে দেয়।