মনিরুল ইসলাম শামীম, বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবলে কথিত ধর্ষকের সাথে বিয়ের ৪ মাসের মাথায় লাভলী আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার শেষ রাতে উপজেলার উত্তর ডুবাঐ গ্রামে এ ঘটনাটি ঘটে। রোববার (২৯ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে স্বামীর বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুন নূর (২১) কে আটক করেছে পুলিশ।
নিহত লাভলী আক্তার উপজেলার মন্ডলকাপন গ্রামের আব্দুল হামিদ-এর কন্যা।
বাহুবল উপজেলার পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গৌরাঙ্গ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামী আব্দুন নূরের ঘরের বিছানায় শায়িত লাভলী আক্তার-এর নিথর দেহ দেখতে পান। এ সময় নিহতের গলায় ওড়না বাঁধা ছিল।
আব্দুন নূর ও তার পরিবারের লোকজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে লাভলী আক্তার ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে আব্দুন নূর অন্য রুমের উপর দিয়ে ঘরে ঢুকে দরজা খোলে দিলে তার শাশুড়ি (লাভলীর মা) ঘরে ঢুকে লাভলীকে ফাঁস থেকে নামিয়ে বিছানায় রাখেন। লাশ নামানোর আগেই লাভলী আক্তার মারা গেছে বলে তাদের দাবি।
উল্লেখ্য, নিহত লাভলীর মা গত বছর লাভলীর বর্তমান স্বামী আব্দুন নূরের বিরুদ্ধে লাভলীকে ধর্ষণের অভিযোগে কোর্টে মামলা দায়ের করেন। পরে অপোষরফার মাধ্যমে উভয়ের বিয়ে হয়। বিয়ের প্রায় ৪ মাসের মাথায় লাভলী মারা গেল।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধুর স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।