নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষ মো. রফিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের।
চিত্তরঞ্জন ধরের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর খান, জেলা পরিষদ সদস্যা সালেয়া বেগম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মালেক মাস্টার, প্রভাসক আব্দুর রব, আব্দুল মালেক মাস্টার, ম্যানেজিং কমিটির সদস্য ডা. আবুল কাসেম, দিলারা আক্তার, সফিকুর রহমান জামাল।
এতে বক্তব্য রাখেন- মুজিবুর রহমান ফরিদ, রাজিয়া সুলতানা, হুসনেয়ারা বেগম, চম্পা পানিকা ও হরিপ্রিয়া।
সমাবেশে ১৪টি ক্যাটাগরিতে বাছাই করে ৬ষ্ঠ থেকে একাদশ পর্যন্ত শিক্ষার্থীর ৩৩ জন মা’কে ২০১৬ সালের শ্রেষ্ঠ ‘মা’ সনদ ও পুরস্কার দেওয়া হয়। সমাবেশে দুইশতাধিক ‘মা’ অংশ নেয়।