নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের বাজেট সাধারণ সভা ও বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাহুবল উপজেলার আমতলী চা বাগানে অনুষ্ঠিত বনভোজনে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টায় দু’টি বাসযোগে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ আমতলীর চা বাগানের উদ্দেশ্যে যাত্রা করেন।
সংরক্ষিত অঞ্চলে টিলাঘেরা ওই বাগানের মনোরম পরিবেশে হরিণসহ বন্যপ্রাণী ও দৃষ্টিনন্দন ফুলের বাগান অংশগ্রহনকারীদের মন কাড়ে।
একদিকে চা বাগান, অন্যদিকে বনাঞ্চল। রয়েছে উচু টিলার উপর দু’টি সুন্দর বাংলো। খোলামেলা পরিবেশে অংশগ্রহণকারীরা আনন্দ উপভোগ করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে বাগানের দ্বিতীয় বাংলোতে অনুষ্ঠিত হয় হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৭ সনের বাজেট সাধারণ সভা।
ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু ও শাহ ফখরুজ্জামান, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, অ্যাডভোকেট আব্দুস শহীদ, বাদল রায়, সায়েদুজ্জামান জাহির, সহ-সাধারণ সম্পাদক আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, রাসেল চৌধুরী, রাশেদ আহমদ খান, নুরুজ্জামান ভূইয়া মামুন, শরীফ চৌধুরী, খন্দকার নাছির উদ্দিন, শ্রীকান্ত গোপ, অ্যাডভোকেট এম এম মজিদ প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে ক্লাবের ২০১৭ সনের প্রায় ২৩ লাখ ৭২ হাজার ৮শ টাকার বাজেট পাশ করা হয়। এছাড়া সভায় সহযোগী সদস্য বাদল রায়কে ২০১৭ সনের জন্য অডিটর নিয়োগ করা হয়।
এছাড়া সভায় ক্লাব উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে ক্লাব ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য তৃতীয় তলা নির্মাণ কমিটিকে অনুরোধ জানানো হয়।
বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডে বসবাসররত বিশিষ্ট ব্যবসায়ী কে এ তাহিদ।
সভা শেষে শুভেচ্ছা বক্তব্যে কে এ তাহিদ সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের তৃতীয় তলা উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন।
পরে মনোমুগ্ধকর পরিবেশে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, তার কন্যা সোহেলী শারমীন রনি, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকুর সহধর্মিনী পিনাক্ষী ভট্টাচার্য্য ও কন্যা নিঝুম ভট্টাচার্য্য, ক্লাব সদস্য রাশেদ আহমদ খান, সহযোগি সদস্য বাদল রায়ের সহধর্মিনী শম্পা রায়।
অনুষ্ঠিত হয় শিশু-কিশোর ও মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ।