মনিরুল ইসলাম শামীম, বাহুবল থেকে: কেয়া চৌধুরী এমপি বলেন, আমি নির্বাচিত এমপি না হওয়ায় যৎসামান্য বরাদ্দ পেয়ে থাকি।
এ সামান্য বরাদ্দও যেন জনস্বার্থে সঠিক ভাবে কাজে লাগে সে চেষ্টা আমি সব সময় করে থাকি। আমি ঘরে বসে কিংবা কারো ফোনের উপর ভিত্তি করে প্রকল্পগুলোতে বরাদ্দ দেইনি। নিজে গ্রামে গ্রামে ঘুরে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করে বরাদ্দ দিয়েছি। তিনি উপস্থিত প্রকল্প বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার এ উপহারগুলো আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিলাম।
আমি বিশ্বাস করি প্রকল্পের বরাদ্দগুলো সঠিকভাবে আপনারা কাজে লাগিয়ে এর সদ্ব্যবহার নিশ্চিত করবেন। তিনি বলেন, আমি বরাদ্দ দিয়েই আমার দায়িত্ব শেষ হয়েছে মনে করে তৃপ্তির ঢেকুর তুলি না। বরাদ্দগুলো সঠিক ভাবে কাজে লেগেছে কিনা সেটিও নিজে ঘুরে ঘুরে প্রত্যক্ষ করি। তাই সকলকে হুসিয়ার করে বলতে চাই, জনগণের পক্ষে আপনরা যে দায়িত্ব নিয়েছেন, তা সঠিক ভাবে পালন করুন।
অন্যথায়, আমি কঠোর হতে বাধ্য হবো। তিনি গতকাল বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টিআর-কাবিটা প্রকল্প কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শামীনুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, মুক্তিযোদ্ধা আব্দাল মিয়া তালুকদার, বাহুবল মডেল থানার এসআই মফিদুল, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শামছু মিয়া, যুবলীগ নেতা আলাউদ্দিন, ফজল মিয়া, মনির খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে তিনি এ উপজেলায় ৩৮ লাখ টাকার টি.আর কাবিটা প্রকল্প কমিটি অনুমোদন করেন। প্রকল্পগুলো মাঝে টিআর কর্মসূচির বিভিন্ন প্রকল্পে ১২ লাখ ৫০ হাজার টাকা এবং কাবিটা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পে ১৫ লাখ ৪৯ হাজার ৮৮০ টাকা বরাদ্দ দেন কেয়া চৌধুরী এমপি।