বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের ২০১৭ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইছহাক মিয়ার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক জয়নাল আবেদিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ম্যানেজিং কমিটির সদস্য ও বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য সামিউল ইসলাম। বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক প্রনয় চন্দ্র দেব, সহকারি শিক্ষক আবুল ফজল, প্রদীপ বিশ্বাস, অসোক রঞ্জন আচার্য্য, শাহ কামরুন্নাহার মুন্নী, আবু নাসের, মইনউদ্দিন, মিল্টন বিশ্বাস, বিশ্ব রঞ্জন সূত্রধর, মুহিদ মিয়া, শিক্ষার্থী ফেরদৌস আহমেদ হৃদয়, সাদিকুল আমীন, হামিদা আক্তার, হেপি আক্তার প্রমুখ।