মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে বিয়াইয়ের বাড়ীতে বেড়াতে আসা কিশোরী অপহৃত হওয়ার ২দিন পর উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়-কুমিল্লা সদর উপজেলার দক্ষিন দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত জীবন সরকারের মেয়ে পূর্ণিমা সরকারের বিয়াইন ঝর্না সরকারকে বিয়ে দেয় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের শংকর সরকারের কাছে। বিয়াইনের বাড়ীতে বেড়াতে আসা যাওয়ার পথে পূর্ণিমা (১৮)’র উপর নজর পড়ে শংকরের প্রতিবেশী বানেশ্বর পুর গ্রামের বেনু রঞ্জন ভট্টাচার্য্যের ছেলে শুভ্র চন্দ্র ভট্রাচার্য্য (২০)’র। শুভ্র পুণির্মাকে প্রেমের প্রস্তাব দেয়। তার সাথে সর্ম্পক সৃষ্টির চেষ্টা করে। গত ৩ ফেব্র“য়ারী বিকালে পূর্ণিমা মঙ্গলপুর গ্রামে শংকরের বাড়ীতে বেড়াতে আসে এবং রাতে শুভ্র ভট্টাচার্য্য তার বন্ধু তাপস চন্দ্র সরকার, বেনু রঞ্জন আযার্চ্যসহ ৩/৪জন তাকে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে মঙ্গলবার বিকালে পূর্ণিমার ভাইয়ের ছেলে লিটন চন্দ্র সরকার থানায় অপহরন মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম রাতে অভিযান চালিয়ে চৌমুহনী বাজারের পশ্চিমে অভিযান চালিয়ে পূর্ণিমাকে উদ্ধার করে। তিনি জানান আজ বুধবার সকালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করা হবে।