হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছকে হবিগঞ্জ কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে মৌলভীবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার ৪র্থ সম্পুরক চার্জশীটে জি কে গউছকে সম্পৃক্ত করলে গত ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্বসমর্পন করেন। এরপর থেকে জি কে গউছ হবিগঞ্জ কারাগারেই বন্দী ছিলেন। হঠাৎ করেই গতকাল মঙ্গলবার দুপুরে তাকে মৌলভীবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়। কিবরিয়া হত্যা মামলা বিচার হবে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে। বর্তমানে মামলাটির প্রাথমিক কার্যক্রম সম্পন্নের জন্য হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রয়েছে।