বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর গ্রামের নারী নির্যাতন মামলার পলাতক আসামী ওস্তার মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।সে ওই গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
সদর থানার এসআই বিকাশ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ শহরে খোয়াই মুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালত থেকে নারী নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে পলাতক ছিল।