চুনারুঘাট থেকে সংবাদদাতা : চুনারুঘাটে হরতালে নাশকতা, গাড়ি ভাংচুর ও কাভার্ডভ্যানে আগুন দেওয়ার অভিযোগে উপ জেলা যুবদলের সভাপতি আঃ মতিন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ ও আশরাফুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের আব্দুল জাহির এর পুত্র আব্দুল মতিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২৭টি অটোরিক্সা ভাংচুর কাভার্ডভ্যানে আগুনসহ হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করেছেন।