এস এইচ টিটু : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর কাঠালতলী নামক স্থানে
ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মিতালী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
তাৎখনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বৃহশপতিবার রাত ১টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য,প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট ঢাকা সিলেট মহাসড়ক বন্দ্ব ছিল।
নাম প্রকাশে অনিচ্চুক এক প্রত্যক্ষ দর্শী জানান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশকে বার বার ফোন দেওয়ার পরও তারা আসেনি।পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এসে ঢাকা সিলেট মহাসড়ক ক্লিয়ার করে গাড়ী যাতায়াতের ব্যবস্থা করে দেয়।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সামিউল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।