সানিউর রহমান তালুকাদার / ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে॥ রাখে আল্লাহ মারে কে.? ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি গ্যাস ষ্টেশনে ভয়াভহ অগ্নিকান্ড! অল্পের জন্য রক্ষা পেল পুরো গ্যাস পাম্প সহ বিভিন্ন স্থান থেকে গ্যাস নিতে আসা কয়েক শতাধীক ছোট বড় গাড়ি ও নানান পেশার লোকজন।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় জগন্তপুর থেকে একটি সিএনজি অট্রোরিক্সা আউশকান্দি গ্যাস ষ্টেশনে আসে। সিরিয়াল শেষে দুপুর ১টা ২০মিনিটের সময় গ্যাস নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ সিএনজিতে আগুন ধরে যায়।
এতে ওই ষ্টেশনে দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা গাড়ির লোকজন ও স্থানীয়রা নিরাপত্তার জন্য দিক-বেদিক ছোটাছোটি করেন। এসময় নিজের জীবন বাজি রেখে কোটি টাকা মূল্যের গ্যাস পাম্প রক্ষা করলো সিএনজি চালক।
এমন কি মহাসড়কের পাশ দিয়ে এক বৃন্ধা ফকির মুরুব্বি পায়ে হেটে যাচ্ছিলেন। এসময় পাম্পের সামনে আগুনের ধূয়া ও লোকজন দিক-বেদিক ছোটাছোটি দেখে নিজের জীবন রক্ষা করতে হাতে থাকা সারাদিনের ভিক্ষার ঝুলি রাস্তার পাশে রেখে অপর হাতে থাকা লাঠি ভর দিয়ে পাশ্ববর্তী জমিন দিয়ে দৌড়ে দূর প্রান্তে গিয়ে ঝুলির জন্য বসে পড়েন। পরে আগুন নিয়ন্ত্রন হলে তিনি তার ওই ঝুলিটা নিয়ে যান।
এব্যাপারে সিএনজি চালক এর সাথে কথা হলে সে বলে, আমি জগন্তপুর গ্রামের সিদ্দেক মিয়ার পুত্র রুপ মিয়া (৩০), আমি আমার বাড়ি থেকে রওয়ানা দিয়ে দুপুর ১২টার সময় পাম্পে আসি। সিরিয়াল শেষে ২শত টাকার গ্যাস নিয়ে বাহির হওয়ার সময় আমার সিএনজির ওয়ারিংয়ে আগুন ধরে যায়। এতে আমি হৈই হুল্লা শুরু করলে কেউ আমাকে সাহায্য সহযোগীতা করতে
আসেনি।
বরং নুংরা ভাষায় অনেকেই গালিগালাজ করে। আমি ভাবলাম, মরছি আমি, কিন্তু কোটি টাকার গ্যাস পাম্পটার ক্ষতি তো করতে পারি না। যে ভাবেই হোক এটাকে রক্ষা করতে হবে। তাই আমি মরনের ভয় ছেড়ে দিয়ে নিজেই নিজের গাড়িকে ধাক্কা দিয়ে পাম্প থেকে বের করে পাশ্ববর্তী জমিনে ফেলে দেই। এর পর ছুটে আসেন গ্যাস পাম্প কর্তৃপক্ষ। তারা তাদের সংরক্ষিত যন্ত্রাংশ দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে নিয়ন্ত্রনে আনেন। এর পর আমি আমার পুড়ে যাওয়া সিএনজিটি মেরামতের জন্য সিলেট নিয়ে আসি। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।