বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজারের বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট-এর উদ্যোগে স্থানীয় ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীদের দেয়া বিদায় সংবর্ধনা শেষে এ উপকরণ বিতরণ করা হয়। এর আগে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হারুন অর-রশিদের সভাপতিত্বে ও সদস্য মোঃ সামিউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিনলে চা বাগান রশিদপুর ডিভিশনের ডিজিএম সৈয়দ সালাউদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুল হোসেন। বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসিত কুমার দেব, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আকবর হোসেন, শিক্ষক তাজুল ইসলাম মোল্লা, পূর্ব ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রউফ মায়া আলী, নাছিম উদ্দিন মেম্বার, প্রবাসী মোশাহিদ খান, ছাত্রলীগ নেতা মোঃ আলাউদ্দিন, সাংবাদিক সুহেল আহমেদ, বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম শামিম, নাজমুন নাহার, রাহাতুজ্জামান নিহা, জুবেদ আলী, ফরিদা আক্তার, উজ্জল মিয়া, শেফালী আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা রহমান সিমু, গীতা পাঠ করেন অপু দেব।
অনুষ্ঠান শেষে বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।