নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ড্রেজার মেশিনে বালু উত্তোলন নিয়ে দুই দল লোকের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়। এর মাঝে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার বিকেলে শিবপাশা গ্রামের সিজিল মিয়ার পুত্র মুহিবুর রহমানের সাথে সমেদ আলীর পুত্র মানরাজের ড্রেজার মেশিনে বালু উত্তোলন নিয়ে বাকবিত-া হয়।
এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আকাদ্দুছ মিয়া (২০), সাদত আলী (৬০) ও সহিবুর রহমান (৩২) আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।