এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাটের আমুরোড হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুররস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়।
বুধবার স্কুল এন্ড কলেজ চত্তরে এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় পুররস্কার বিতরনী অনুষ্ঠান। ২৪ জানুয়ারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলে ২৫ জানুয়ারী দুপুর ১২ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলাউদ্দি মাষ্ঠারের পরিচালনায় ও স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মো: রহমত উল্লা।
গীতাপাঠ করেন বাবু অজিত কুমার দেব।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মুশফিক হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো: আবু তাহের, প্রাক্তন প্রধান শিক্ষক আ: রহিম, প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ, উপজেলা আওয়ামীলীগ নেতা-প্রাক্তন মেম্বার হাছন আলী, স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আমুরোড বাজার সেক্রেটারী মিজানুর রহমান (মিজান), জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যা ছালেহা বেগম, ইউপি সদস্য ও স্থানীয় যুবলীগ সেক্রেটারী শফিকুর রহমান শাফু, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মুজিবুর রহমান, আবুল কালাম শামছুদ্দিন, প্রাক্তন ছাত্র আ: ছাত্তার, শামছুল আলম ফুল মিয়া ও পল্লী চিকিৎসক আলমগীর হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন আমুরোড হাইস্কুল বভনকে দু’তলায় রূপান্তরিত করবেন বলে এ আশ্বাস প্রদান করেন স্থানীয় জনতার মাঝে। ছাত্র-ছাত্রীদের প্রতি উদ্যেশ্য করে বলেন খেলা-দুলার পাশাপাশি পড়া-লেখায়ও মনোযোগি হতে হবে।