মাধবপুর প্রতিনিধি : মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম আইজিপি পদক পেয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল ইসলাম বিপিএম, পিপিএম তাকে আইজিপি পদক পরিয়ে দেন।
তিনি মাধবপুর থানায় থাকাবস্থায় অপরাধ দমন, দাগী অপরাধী গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র উদ্ধার করেন। এ কারণে তিনি এ বছরে এ পদকে মনোনীত হন। গত বছরেও তিনি আইজিপি পদক পেয়েছিলেন।