ফখরুল আলম লিভারপুল(যুক্তরাজ্যে) থেকে:- বৃটেনের প্রথম মসজিদ আব্দুল্লাহ কুইলিয়াম এ এবার প্রথমবারের মতো নওমুসলিম নারীদের মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন বৃটেনের শতাধিক মুসলিম নারীরা। বিভিন্ন ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে আসায় অনেক নারীই তাদের দীর্ঘ অভিজ্ঞতার কথা তোলে ধরেন মিলন মেলায়।
গত শনিবার আব্দুলাহ কুইলিয়াম সোসাইটির কু ফাউন্ডার ও সি.ই.ও মুমিন খাঁন এর সভাপতিত্বে এবং কু- ফাউন্ডার এবং ট্র্যাষ্টি ডাক্তার আব্দুল হামিদ এর পরিচালনায় অনুষ্টিত হয় নওমুসলিম নারীদের এক মিলন মেলা। ইসলামী হাম- নাত সহ আরব সভ্যতার মিশেলে সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়। মসজিদের নারী মুসল্লি আমিরা এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্টিত সাংস্কৃতিক অনুষ্টানে লিভারপুল সহ পাশ^বর্তী শহরের নওমুসলিম নারীরা এতে অংশ গ্রহন করেন।
প্রথমবারের মতো নারীদের মিলন মেলায় অংশগ্রহনকারী নারীরা মসজিদের পুুরো ভবন টি ঘুরে দেখেন। ভিক্টরিয়ান যুগের বিভিন্ন কারুকাজ আর নির্মাণ শৈলী দেখে তারা মুগ্ধ হয়ে বলেন- বৃটেনের ঐতিহ্যবাহী এই মসজিদটি হতে পারে বৃটেনের প্রথম ইসলামিক হেরিটেসের এক অনন্য স্থাপনা।নারীদের মিলন মেলা কে কেন্দ্র করে বিভিন্ন ইসলামিক প্রসাধনীর বাহারি বেশ কয়েকটি ষ্ট্রল বসেছিল।
মূলত: মসজিদ কর্তৃপক্ষ এরধনের আয়োজনের কারণ বলে জানানÑ যারা সেচ্চায় তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছে তাদের সহযোগীতা করার জন্যেই এধনের আয়োজন। আব্দুলাহ কুইলিয়াম মসজিদে ইসলোমের যাবতীয় শিক্ষা ও সামাজিক বিষয়াদি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা লাভ করার ব্যবস্থা রয়েছে।