নিজস্ব প্রতিনিধি : জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অস্কার এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ২য় কোয়ার্টার ফাইনালে জয়লাভ করেছে সুনামগঞ্জের ফ্যান্টম গ্র“প।
ফলে জেলার বাইরে একমাত্র দল হিসাবে সেমিফাইনালে উন্নীত হলো ওই দলটি।
মঙ্গলবার খেলায় তারা অন্তরঙ্গ সংসদকে ২১ রানে পরাজিত করে।
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে মঙ্গলবার খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে ফ্যান্টম গ্র“প সুনামগঞ্জ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিহাব ২৩, দিপু ২০ ও জমসেদ ১৫ রান সংগ্রহ করে। অন্তরঙ্গের তৌহিদ ৩টি ও শাকিল দু’টি উইকেট লাভ করে।
জবাবে অন্তরঙ্গ সংসদ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে লাব্বু ৩১, পলাশ ১৯ ও সৌরভ ১১ রান সংগ্রহ করে। ফ্যান্টম গ্র“প সুনামগঞ্জের সাদ্দাম ৩টি ও নোহা ২টি উইকেট লাভ করে।
খেলা পরিচালনা করেন মঈনুদ্দিন তালুকদার সাচ্চু ও আশফাকুর রহমান লোকমান। আজকের খেলায় অংশগ্রহণ করবে মর্ডাণ ক্লাব বনাম শাপলা সংসদ।