স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে জমজমাট বাণিজ্য চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যক্তি।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে এক শেণীর স্বার্থান্বেষী লোক দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় গ্রাহকরা অহেতুক ভোগান্তির শিকার হচ্ছেন।
কোন কোন বাজারে প্রকাশ্যে বিদ্যুতের প্রধান লাইন থেকে বিশেষভাবে সংযোগ দিয়ে ফুটপাতের ফড়িয়া ব্যবসায়ীদের নিকট থেকে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে প্রতিনিয়ত ঘটছে লোডশেডিং।
যার কারণে গ্রাহকদের বিড়ম্বণা বেড়েই চলছে।
বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, বিদ্যুতের প্রধান লাইন থেকে চোরাইভাবে সংযোগ নামানো হয়েছে।
এদিকে, নতুন বাজারে জৈনক এক ব্যক্তি প্রতি শুক্র ও মঙ্গলবার খোলা বাজারের ফুটপাতের ব্যবসায়ীদের দোকানে সংযোগ দিয়ে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। একইভাবে বাহুবল বাজার সহ বিভিন্ন বাসা বাড়িতে সংযোগ দিয়ে টাকা আদায় করছে স্থানীয় কবিরপুর গ্রামের প্রভাবশালী এক ব্যক্তি।
সে অনেক সময় পবিস’র নির্ধারিত লোক ছাড়াই নিজে মিটার সংযোগ ও মিটার স্থানান্তর করে থাকে বলে অভিযোগ রয়েছে। অপরদিকে মিরপুর, পুটিজুরী ও ডুবাঐ সহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইন থেকে সংযোগ নিয়ে স্যাটেলাইটের ব্যবসা করছে এক শ্রেণির কতিপয় ব্যক্তিরা। এ ধরণের অবৈধ লোজ লাইন ব্যবহারের কারণে প্রাণহানিসহ দূর্ঘটনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।