নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের জেলা প্রতিনিধি এডভোকেট ফখরুজ্জামানের পিতা এস,এম সাফি মিয়ার মৃত্যূতে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
তারা এক শোক বার্তায় শোক স¦তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশ কারী সাংবাদিকগন হলেন, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, দৈনিক আমাদের সময় পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ও সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সরওয়ার শিকদার (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি এম মুজিবুর রহমান (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি এম,এ মুহিত, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না (বাংলা টিভি (ইউকে)/দি বাংলাদেশ টুডে), অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি), অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম (দি ইন্ডিপেন্ডেন্ট/শাখা বরাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ (দৈনিক প্রতিদিনের বাণী)।
নির্বাহী সদস্যরা হলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম, মছদ্দর আলী, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী (দৈনিক ইত্তেফাক) রাকিল হোসেন (চ্যানেল এস ও দৈনিক সিলেটের ডাক), ফখরুল আহসান চৌধুরী (দৈনিক ইনকিলাব), এটিএম সালাম (দৈনিক আলোকিত সময়/হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), উত্তম কুমার পাল হিমেল (দৈনিক উত্তর পূর্ব/দৈনিক খোয়াই), আশাহীদ আলী আশা (দৈনিক স্বদেশ বার্তা), শাহ মনসুর আলী নোমান (দৈনিক খবর পত্র) শেখ মোঃ শামছুল ইসলাম ( দৈনিক ঢাকা) মোঃ আবু ইউসুফ ( জনতার দলিল) দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ( দৈনিক খবর বাংলাদেশ) নিয়ামুল করিম অপু (দৈনিক তরফ বার্তা) মোঃ আব্দুল কাইয়ূম (দৈনিক ভোরের ডাক)।