নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদাবাদ থেকে জাবেদ মিয়া (২৩) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ২টার দিকে মাহমুদাবাদ শাহজালাল জামে মসজিদের কাছ থেকে তাকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। সে ওই গ্রামের নূর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পুলিশ এসল্ট মামলায় জাবেদ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতেদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার এসআই অরূপ কুমার চৌধুরীরর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।