সানিউর রহমান তালুকদার / ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন লোক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত চাঁন মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরন এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। জানাযায়, উপজেলার শরীষপুর গ্রামের রশিদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের জালাল মিয়ার এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনায় দেখা দেয়, এক পর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে মহিলাসহ অনন্ত ২০ জন লোক গুরুতর আহত হন। গুরুতর আহতরা হলেন, মহিবুর রহমান (৩০) জালাল মিয়া (২৫) আনোয়ার মিয়া (১৮) নার্গিস আক্তার (২২) আলেয়া বেগম(২৫) তাজুদ মিয়া (৩৫) হারুন মিয়া (৫০) হাসিনা বেগম (৩০) ফারুক মিয়া (৩২) দুলাল মিয়া (২৫) মালিকা বিবি। তাতক্ষণিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি।