শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পল্লী চিকিৎসকদ এসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে।
গত ২২ জানুয়ারী ২০১৭ইং রোজ রবিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার মেডিল্যাব ডায়াগণষ্টিক সেন্টারে, শায়েস্তাগঞ্জ পৌরসভা, দূর্গাপুর বাজার ও সুতাং বাজারের সকল পল্লী চিকিৎসকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক মোঃ নাজির হোসেন, সভা পরিচালনা করেন পল্লী চিকিৎসক এম.ডি.এইচ সোহাগ, শুভেচ্ছা বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক নারায়ণ দাশ, বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক বিধান দেব, মোঃ জমির আলী, মোঃ বেলাল হোসেন, ফুল মিয়া চৌধুরী, মহিবুর রহমান, জাহানারা বেগম, কিজির আহমেদ রুহিন, অক্ষয় কুমার বাবুল, তাজুল ইসলাম, গৌতম চন্দ্র চন্দ, শিব্বির আহমেদ, বিশ্বজিৎ, ইছন মিয়া প্রমূখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুক রানা এবং ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর সভাপতি মোঃ সালাউদ্দিন।
সভায় সর্বসম্মতিক্রমে বিধান দেবকে সভাপতি, মোঃ জমির আলীকে সাধারণ সম্পাদক, কিজির আহমেদ রুহিন, গৌতম চন্দ্র চন্দ, তাজুল ইসলাম ও অক্ষয় কুমার বাবুলকে কোষাধক্ষ্য করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।