নিজস্ব প্রতিনিধি : র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি গ্যারেজ থেকে চোরাই সিএনজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর দুইজন পালিয়ে যায়।
রোববার (২২ জানুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও এএসপি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি হবিগঞ্জ সদর থানার চারি নাও গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে।
র্যাবের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হচ্ছেন তাঁর সহযোগী মো. হেলাল মিয়া (৩০) ও মো. বাবুল মিয়া (৩২)। উভয়ই বাড়িই হবিগঞ্জ সদর থানার চারি নাও গ্রামে।
র্যাব জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কৌশলে সিএনজি চুরি করে নিয়ে আসা এবং পরবর্তীতে চোরাই সিএনজিগুলো বিক্রি করার কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত সিএনজি ও গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ সদর থানায় বাংলাদেশ প্যানেল কোড ৪১৩/৪১৪ ধারায় মামলা করে হস্তান্তর করা হয়েছে।