ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে গোপলার বাজার তদন্তকেন্দ্রের পুলিশ।
জানাযায়,নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব-দেবপাড়া গ্রামের দানিছ উল্লাহ’র পুত্র নারী ও শিশু নির্যাতন মামলার দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী শফিক মিয়া (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপলার বাজার তদন্তকেন্দ্রের পুলিশের বিশেষ অভিযান চলাকালে সোমবার ভোর রাতে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজীর মোকামের নিকটস্থ আসামী শফিক মিয়ার শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালে আসামী শফিক মিয়াকে হবিগঞ্জ দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের এস আই আব্দুর রহমান এ-ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত নভেম্বর থেকে দিনারপুর পাহাড়ি এলাকা সহ আশেপাশের এলাকায় আমাদের বিশেষ অভিযান চলছে এ অভিযান অব্যাহত থাকবে।