স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত হয়েছে। আর সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অংশগ্রনকারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
এর মধ্যে জেলার শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী হিসিবে বিআরটিএ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে এবং পুরুস্কার গ্রহণ করেন বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. আবু নাঈম।
সপামপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামছুর রহমান ভূইয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা। হবিগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক মো. আবু নাঈম তার এক প্রতিক্রিয়া বলেন-সরকারের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা এবং কর্মক্ষেত্রে সকলের আন্তরিকতা ও একনিষ্ঠতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে। তিনি আরোও বলেন ভালো কিছু করলে তার সুফল পাওয়া যায়। এ পুরস্কার আমার কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে।