আশাহীদ আলী আশা: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক পাঠ দানের শিক্ষক সরকারী নিয়োগ না থাকায় দীর্ঘ দিন ধরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে না থাকায় হিন্দু শিক্ষিকাগন পাঠ দিয়ে আসছেন। ফলে মুসলমান শিক্ষার্থীদের পাঠে ব্যাগাত সৃষ্টি হচ্ছে।
এ সমস্যা লাগবে কোনপ্রকার উদ্দ্যোগ গ্রহন না করায় গতকাল ইনাতগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার আজির হাসান আরজু এলাকার ছাত্র/ছাত্রীদের ইসলাম শিক্ষা পড়ানোর জন্য নিজ উদ্দ্যোগে বেসরকারি একজন শিক্ষিকা নিয়োগ দেন।
উক্ত শিক্ষিকার সম্মানী আজু মেম্বার নিজে বহন করবেন।
শিক্ষিকা নিয়োগের সময় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিনয় দাশ ইনাতগঞ্জ ইউপি যুবলীগের সংগ্রামী সভাপতি আশাহীদ আলী আশা সহকারী শিক্ষক ফণী ভুষন ইউপি মেম্বার নাজিম উদ্দীন,মেম্বার আজির হাসান আরজু, সহ শিক্ষিকা দিপালী সৃত্র ধর,কল্পনা রানী সৃত্র ধর,সৃতি রায়,সহকারী শিক্ষক্ষ হেমন্ত দাশ,সুমেশ দাশ প্রমুখ যোগদান কারী বেসরকারী শিক্ষিকা রোজী আক্তার।