নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: কেন্দ্রীয় যুবদলের সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটায় শহরতলীর ভাদৈ এলাকা থেকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ভাদৈ এলাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে মহিবুল ইসলাম শাহীন অবস্থান করছেন এমন খবরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
পরে এলজিইডি কার্যালয়ের কাছ থেকে মহিবুল ইসলাম শাহীন আটক করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ ও বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে তাদের আটক করা হয়েছে।