বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রোববার দুপুরে সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই) আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-এর পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগম, বিবিসি নিউজ-এর ভিডিওগ্রাফার ও ডিবিস নিউজ টেলিভিশনের চীফ ভিডিওগ্রাফার মিনহাজ মোসলেম, হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি এডভোকেট আবু জাহির এমপি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণে জেলার ৩৫ সাংবাদিক অংশগ্রহণ করেন।