নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় বড় ভাইকে ছুরিকাঘাত করেছে আপন ছোট ভাই। গুরুত্বর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নাতিরাবাদ এলাকার মৃত রফিক মিয়ার দুই ছেলে কদ্দুছ মিয়া (৪৫) ও এমরাজ মিয়ার (৪০) মধ্যে দির্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকালে ছোট ভাই এমরাজ মিয়া তার বড় ভাই কদ্দুছ মিয়াকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।