চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নস্থ আমতলা নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে খোকন মিয়া (৩৫) কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, শনিবার সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নস্থ আমতলা নামক স্থান থেকে সতং গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল গণির ছেলে খোকন মিয়াকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার নিকট হস্তান্তর করা হলে।
পরে অবৈধ বালু উত্তোলণের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজাম মুনিরা ভ্রাম্যমান আদালত বসিয়ে খোকন মিয়াকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।