নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে তিন দিন ব্যাপী সাংবাদিক বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা সার্কিট হাউজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম। প্রশিক্ষণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত এ প্রশিক্ষণের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, আরটিভি প্রতিনিধি সাইদুজ্জামান জাহির।
সাধারণ সম্পাদক, ৭১টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সামছুর রহমান ভুইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী, পিআইবির প্রশিক্ষণ মামুনুর রহমান খান প্রমুখ।
এই প্রশিক্ষণে হবিগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।