ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্যে :- দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাজ্যের বার্কিনেট শহরে উদ্ধোধন হলো ‘উইরাল দ্বীনি সেন্টার’ নামে একটি মসজিদ। যা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যে নামাজ পড়া সহ মহিলাদের পৃথক ভাবে নামাজ আদায় করার অনন্য স্থান। প্রায় শতাধিক শিশু কিশোরদের ইসলামী শিক্ষাদানের মধ্যে দিয়ে গড়ে উঠেছে উইরাল দ্বীনি সেন্টার।
মুলত পাচঁ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামের যাবতীয় শিক্ষা ও সামাজিক বিষয়াদি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করার জন্যেই স্থাপন করা হয়েছে এই দ্বীনি সেন্টার টি।
গত রবিবার যুক্তরাজ্যের বার্কিনেটে ‘উইরাল দ্বীন সেন্টার’ এর উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন লন্ডন থেকে আগত জনপ্রিয় টিভি উপস্থাপক শাইক আব্দুল রহমান মাদানী এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুর রহমান।
উদ্ধোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল কাদির জিলানী, আলহাজ¦ আব্দুল আজিজ, সৈয়দ আনছাব মিয়া, আমীন কোরেশী,আলহাজ¦ তোজাম্মল আলী, আজগর আলী, সাইফুল হক,জসিম উদ্দিন, সাঈদ আনহার মিয়া, জালাল আলী, ফয়জুর রহমান, সাঈদ মনির, স্ঈদ শাহানুর, সাঈদ রেজউয়ান,প্রমুখ।
উদ্ধোনী অনুষ্টানের দিনই মসজিদের অসমাপ্ত কাজের জন্যে প্রায় ৫০ হাজার পাউন্ড ফান্ড রাইজ করা হয়।
সবশেষে ‘উইরাল দ্বীনি সেন্টার’ এর আগামী যাত্রাপথের শুভ কামনা এবং বাংলাদেশ সহ বিশ^ মুসলিম উম্মার শান্তিু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শাইক আব্দুল রহমান মাদানী । উদ্ধোধনী অনুষ্টানে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।