নিজস্ব প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার আজিজুল ইসলাম (শামীম)।
এর আগে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন শামীম।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে এ পদে পদায়ন করা হয়।
প্রশাসন ক্যাডারের ২৫ ব্যাচের এ কর্মকর্তা মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে সততা, দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
আজিজুল ইসলাম(শামীম)হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামের সন্তান।
আজিজুল ইসলাম(শামীম)নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের একান্ত সচিব হওয়ায় দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সম্পাদক মন্ডলীর সভাপতি মো:আব্দুর রকিব এবং সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু।