আশরাফুল আলম (দুদু),চুনারুঘাট থেকে : চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীকালো দরবার শরিফের ৩ দিন ব্যাপী ওরশ মোবারক সম্পুন্ন হয়েছে।
জানা যায় গত মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার পবিত্র ওরশ মোবারক শেষে দুর দূরন্ত থেকে ভক্তবৃন্দ আশেকান জাকেরান এসে উক্ত ওরশ ৩ দিন ব্যাপি মিলাদ মাহফিল শেষ শান্তিপূর্ন ভাবে বাড়ী পিরছেন সকলে।
উক্ত পবিত্র ওরশ গাজীকালো দির্ঘদিনের ঐতিহবাহী দরবার শরিফের গাজীকালো ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এডঃ আকবর হোসেন জিতু। হুমায়ন কবির, চেয়ারম্যান, ১নং গাজীপুর ইউ/পি।
বিশেষ অথিতি মোঃ মাসুক মিয়া মাষ্টার, সাধরণ সম্পাদক, মাদ্রাসা টিচার্স এসোসিয়েসন চুনারুঘাট উপজেলা শাখা। সাংবাদিক আশরাফুল আলম (দুদু), মোঃ ফারুক মিয়া চুনারুঘাট অনলাইন, সাধারণ সম্পদক, মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক, মোঃ শাহিন ভূইয়া, শিপন মিয়া, খাদেম আছিয়া খাতুন, লিপি আক্তার, রফিক মিয়া, ছত্তর মিয়া।
এছাড়াও এলাকার শত শত ভক্ত আশেকগণ উপস্থিতি ছিলেন। উক্ত মিলাদ ও দোয়ার শেষে সমাপ্তি হয়।