নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ওসি আব্দুল বাতেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জাপা নেতা আবুল খয়ের, মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাসুম আহমদ জাবেদ, নজরুল ইসলাম, ইজাজুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ উত্তম কুমার পাল হিমেল, আওয়ামীলীগ নেতা ইয়াওর মিয়া,মোস্তাক আহমদ মিলু, মাহবুবুর রহমান সুমন প্রমূখ।
সভায় মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলে কোন প্রকার ছাড় দেয়া হবে না, সভায় নবীগঞ্জ শহরে যানজট নিরসনে পৌর সভার কোন ভূমিকা না থাকায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যে পৌর মেয়রকে লিখিত পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া স্বীকৃত ঔরসে প্রশাসনকে সহযোগিতার আহবান জানানো হয়। ঔরস মেলার নামে জোয়া, অসামাজিক ও অশ্লিল কর্মকান্ড বরদাস্থ করা হবেনা বলে ঘোষণা দেয়া হয়।