হবিগঞ্জ প্রতিনিধি:
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি নানা উদ্যোগের অংশ হিসেবে হবিগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদ প্রধান নির্বাহী মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, সিভিল সার্জন ডা. দেবপদ রায় প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মেলায় স্থান পেয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল-কলেজের ৩০টি স্টল। ১৯-২১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।