নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মিয়াদ ভূইয়া(১৫) নামের স্কুল ছাত্র নিহত হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার গাজিপুর বাল্লা চেকপোস্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সে উপজেলার টেকেরঘাট গ্রামের ইব্রাহিম ভূইয়ার ছেলে। সে গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী ছিল।
জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে পারিবারিক কাজে মিয়াদ মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় আসামপাড়া বাল্লা সড়কে একটি কালভার্ট পারাপাড়ের সময় ধাক্কা লেগে গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, অধ্যক্ষ মোঃ রফিক আলী, গাজীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্মল চন্দ্রদেব, ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য জালাল উদ্দিন, নজরুল ইসলাম ও বাবুল মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ ও সুজাতুল হক ভুইয়া, যুবলীগ নেতা লিমন ভুইয়া ও আব্দুজ জব্বার,আসামপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মিয়া, হানিফ মিয়া ও সাপ্লাই সাজল প্রমুখ।