লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় নাজিরা আক্তার (৬) নামের এক স্কুল ছাত্রীর পা ভেঙ্গে গেছে।
বুধবার বিকাল ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।সে ওই গ্রামের আজিজুল হকের কন্যা।
আহত সূত্রে জানা যায়, শিশু নাজিরা এ সময় বাড়ির পাশের একটি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। জনতা মোটর সাইকেলসহ চালককে আটক করেছে।