বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলের মিরপুর বাজারে অভিযান চালিয়ে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার মিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় প্রকাশ্য ধূমপান করার অপরাধে এক পথচারীকে ১শত টাকা জরিামানা সহ বেশ কয়েকটি মোরগের দোকান, মুদির দোকান ও চায়ের স্টল থেকে ৮ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়।