আজিজুল হক নাসিরঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা ছনবাড়ী নামক স্থান থেকে অভিযান চালিয়ে বিভিন্ন জাতের ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
জানা যায়,১৭ জানুয়ারী সন্ধ্যে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাকারবারিদের আতংক খ্যাত ল্যান্স নায়েক কামরুল সহ একদল বিজিবিকে নিয়ে উপজেলার ছনবাড়ী নামক স্থানে অভিযান চালান বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের সুবেদার দবির উদ্দিন।
এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন জাতের ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার সিজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। বিজিবির আঁচ পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান,সুবেদার দবির উদ্দিন।